আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল নিয়ে বড় ঘোষণা! কীভাবে, কোন পদ্ধতিতে, কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া ২০১৩ সাল থেকে কোন আইসিসি ট্রফি জেতেনি। এমএস ধোনির নেতৃত্বে তারা ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। আর টি-২০ বিশ্বকাপ জিতেছিল শেষবার জিতেছিল সেই প্রথম মরশুমে ২০০৭ সালে।
গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল। তাই টি-২০ বিশ্বকাপে সেরা দল পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার জানা গেল কবে ঘোষণা হবে টি-২০ বিশ্বকাপের দল।
পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে, এপ্রিলের শেষ সপ্তাহতেই ঘোষণা করা হতে পারে টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল। আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর ২৫ মে-র মধ্যে দলে বদল করা যাবে।
তাই সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি। তার আগে চার সদস্যের নির্বাচক কমিটি সক্রিয় ভাবে ২০২৪ আইপিএলের ম্যাচগুলিতে চোখ রাখছে। ফলে আইপিএলের পারফরম্যান্স যে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগের চাবিকাঠি হতে পারে তা বলাই যায়। প্রসঙ্গত, ১৯ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্ব। যে সকল প্লেয়াররা টি-২০ বিশ্বকাপের দলে থাকবে, কিন্তু আইপিএল প্লে অফে থাকবে না তারা আগেই পারি দেবে মার্কিন মুলুকে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।