পার্থক্য গড়ল হার্দিকের শেষ ওভার, সেঞ্চুরি করেও মুম্বইকে জয় এনে দিতে ব্যর্থ রোহিত শর্মা।
মুম্বাই ওয়াংখেডে আজকে চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিলp চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই টিমের ব্যাটারাই খুব সুন্দর খেলেছেন, উল্লেখযোগ্য ছিলেন রুতুরাজ গায়কোয়ার্ড, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষ থেকে ভারতীয় অধিনায় রোহিত শর্মা।।চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স অবশেষে ২১ রানে হেরে গেলোরবিবার প্রকৃত অর্থেই আইপিএল টুর্নামেন্টের এলো পয়সা উশুল ম্যাচ তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের প্রথম ইনিংসে ক্রিকেট বিশ্ব যদি ধোনি ধামাকার সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব, তাহলে দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাটিং তাণ্ডব কেউ ভুলতে পারবে না। মাত্র ৬৩ বলে বিধ্বংসী শতরান(১০৫) করলেন তিনি। সঙ্গে আসন্ন টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দল গুলিকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন, তা বলা যেতেই পারে।