TATA IPL : 2024
প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এদিকে ব্যাট হাতে মাঠে নামেন বিরাট কোহলি ও ফ্যাফ ডুপ্লিসি। এবার ব্যাট করতে নেবে, তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরার বলে আউট হয়ে চলে যান। এরপর মাঠে আসেন জ্যাকস, মাঠে নেমে প্রথম বলে চার এবং পরের বলটি ডট খেলার পরেই তৃতীয় বলে তার ইনিংস সমাপ্ত হয়ে যায়। এই মুহূর্তে ফ্যাফ ডুপ্লিসি ৭ বলে ১২ রান করে উপস্থিত ছিলেন ক্রিজের নন স্ট্রাইকার এন্ডে।অর্থাৎ এখন মাঠে উপস্থিত রাজত পাতিদার ও ফ্যাফ ডুপ্লিসি, রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরের বর্তমান রান তখন ৪০ রানে 2 উইকেট।
এরপর রজত পাতিদার কয়েতজির ওভারে পরপর দু-বলে দুটি ছয় মেরে ২৫ বলে নিজের ফিফটি পূর্ণ করেন কিন্তু তার ইনিংসে ২৬ তম বলে মিড উইকেট দিয়ে বলটি মারতে গিয়ে উইকেট রক্ষককে থাকা ইষাণ কৃষনের হাতে ধরা দেন। এইরকম অবস্থাতেই হঠাৎ এই নতুন বোলার শ্রেয়াস গোপালের বলে ‘0’ রানে এলভি ডাব্লিউ হন গ্র্যান ম্যাক্সওয়েল।
যখন রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর চার উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ধুকছে এই অবস্থায় ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ফ্যাফ ডুপ্লিসি নিজের অর্ধশতটি পূরণ করেন। উল্টো দিকে থাকা দীনেশ কার্তিক সেও তার অভিজ্ঞতার পরিচয় দিয়ে অসাধারণ ব্যাটিং করতে থাকেন।
ফ্যাফ ডুপ্লিসি লো ফুলটস বলে মারতে গিয়ে টিম ডেবিটের হাতে ধরা দেন ৪০ বলে ৬৯ রানের একটি দারুন ইনিংস খেলেন।
ফ্যাফ ডুপ্লিসিকে আউট করার পরে পরেই দ্বিতীয় বলে মাহিপাল লোমরো কে এলভিডব্লিউ করেন এবং শূন্য রানে ফেরত যেতে হয় তাকে বর্তমানে ১৫৩ রানের ৬ উইকেট রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের
দীনেশ কার্তিকের ব্যাটিংয়ে ভর করেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯৫ রানের পাহাড় তৈরি করেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতার জন্য ১৯৬ রানের লক্ষ্যমাত্রা রাখেন।
কিন্তু রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এত সুন্দর ব্যাটিং হওয়ার পরেও মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহ তার বোলিংয়ের অসাধারণ নজির বললেন এখন তিনি এই মরশুমের শ্রেষ্ঠ বোলার হিসেবে পরিচিতি পেলেন এবং এই ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়ে একই ইনিংসে ৫ উইকেট নেওয়ার দৌড়ে শীর্ষে অবস্থান করছেন মাত্র ২১ রানের বিরুদ্ধে ২৫ রান দিয়ে
এরপর ম্যাচের দ্বিতীয় আর্ধে ব্যাট করতে নামে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স
ব্যাট হাতে মাঠে এলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষান। দুজনেই অসাধারণ স্ট্রাইকারটে মাঠে রয়েছেন। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা এক অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করেন তাকে ৭ দিয়েছিলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ঈশান কিষান।
খেলা শুরুতেই দেখা যায় ঈশান কৃষাণ ব্যাটাতে প্রথম শুরু করেন,
এবং নন স্ট্রাইকার রেন্ট এ দাঁড়ান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
ঈশান কিষাণ তার ব্যাটিং প্রতিবার জোরে হ্যাটট্রিক করলেন চার মেরে টপলির বলে পরপর তিনটে চার।
উল্টো দিকে থাকা রোহিত শর্মাও চুপ করে থাকার পাত্র নন। সুযোগ পেতে তিনিও পরপর দু দুটি ছয় দিয়ে তার ফিটিং পাওয়ারের প্রমাণ দেন।
ঈশান কৃষাণ ভয়ঙ্কর ব্যাটিংয়ের জেরে ২৩ বলে ৫০ করেন এবং পাওয়ার প্লে তে কোন উইকেট না হারিয়ে ৭২ রান করেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা।
এইভাবে ব্যাট করতে করতে ঈশান কিশান আউট হয় বাংলার বোলার আকাশদীপ যিনি কিছুদিন আগেই ভারতের হয়ে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এবং আজকের ম্যাচে ঈশান কিশানের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সমাপ্তি ঘটান।
বর্তমানে মাঠে আসেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটার সূর্য কুমার যাদব।
যেমন বলা তেমন কাজ প্রথম দিকে দু’চারটে বল ধরে খেললেও তারপর তার রূপ তিনি দেখিয়ে দেন। উল্টোদিকে রোহিত শর্মা থেমে থাকেননি তিনি তার ছন্দেই ব্যাট করে চলেছিলেন কিন্তু অবশেষে টপলির হাতে ধরা দেন মাত্র ২৪ বলে ৩৮ রান করেন।
কিন্তু সূর্য কুমার যাদব তিনি তো তিনি যেমন নাম তেমন কাজ ২০২৪ টাকা আইপিএলে মাত্র ১৭ বলে ৫২ রান করে এখনো অব্দি দ্বিতীয় সবচেয়ে দ্রুত ৫০ ডলার রেকর্ডে তিনি। এবং ১৯ বলের মাথায় বাউন্ডারি লাইনের ধারে ছয় মারতে গিয়ে ধরা দেন এবং আউট হয়ে ফিরে যান।
অবশেষে সূর্য কুমার যাদব, রোহিত শর্মা, ঈশান কিষানের ব্যাটিংয়ে ভর করে বড় জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। এবং জাসপ্রিত বুমরাহ এর বোলিংয়ের কথা না বললেই নয় একই ম্যাচে মাত্র ২১ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়ে বড় রানের লক্ষ্যমাত্রা থেকে রক্ষা করেন মুম্বাই ইন্ডিয়ান্সকে।